গানের শহরে আমি হারমোনিয়াম ফিরি করি
জলের আয়না জুড়ে ভাঙাচোরা মুখ ভেসে যায়
এ শহরে আমরাও মাথা নিচু করছি না আর
যা কিছু মনের কথা ছুঁড়ে মারি আজ কবিতায়
কবিতার ক্ষমতা কী! যদি না মানুষ জেগে থাকে
বুকের ভেতরে সুর যদি না গেঁথেছে কী গভীর
প্রতিবাদে সারা রাত কারা যেন আলো জ্বেলে রাখে
খেয়াল রাখে না তার পিঠে কারা মেরেছিল তীর
হাওয়ায় কীসের ঘ্রাণ… আর মনে রাখব না কিছু
মশাল জ্বলুক শুধু মানুষের ঠোঁট থেকে ঠোঁটে
তমশা বিনাশ হোক… ভগবান তুমি শুধু দেখো
আমার কবিতা যেন আলোর ভরসা হয়ে ওঠে