poem-prem প্রেম বিভাস রায়চৌধুরী নিসর্গকে আড়াল করে বহুবিধ জ্ঞান আমাদের খায় ভেবে দেখার পর ভাবনা আর কোনও কাজেই লাগে না আরও আছে গান বাজনা আরও আছে হলুদ পাখি তবু কেন এসেছিলাম জানা গেল না কোনওভাবেই সেইহেতু প্রতিটি স্নান ব্যর্থ হয়ে গেছে এপার-ওপার হাওয়ায় বৃষ্টির মতো লাগে ঝরাপাতা তুমি এলে তোমাকে আয়োজন ভাবি মুহূর্তে ঝাঁপাই পরমুহূর্ত অপেক্ষায় থাকে চুম্বন কুড়োনোর শেষে কোথায় লুকোব হা-অন্ন চোখের জল মেধায় বাকলে উচ্চতায় হে প্রেম তোমাকে মনে হয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মমি… এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন