পৃথিবী
রুদ্রশংকর

আমাকে ভাসায় উজ্জ্বল উৎসব
আমার চোখে অচেনা স্বপ্ন ভাসে
গোলাপী রোদে জীবাণুর পরাজয়
আকাশপারে আনন্দ-ঢেউ আসে

ভুলে গেছে তারা জন্মের জাতপাত
ভুলে গেছে তারা ঘরবন্দীর সুখ
খিদের দেশে নবান্ন ডেকে যায়
সংলাপে সুখি নতুন পুরনো মুখ

কার হাত ধরে উন্নত বিজ্ঞান?
কার হাত ধরে থেমে গেছে প্রগতি?
এ’সব দ্বন্দ্ব মানুষের নির্মাণ
ডানা মেলে দেয় সচেতন প্রকৃতি

পৃথিবীটা তার আবার উঠবে জেগে
এ’রকম ছিল সামাজিকতার দায়
মা, বাবা তাদের ফিরে পাবে সন্তান
প্রতিদিন আমি তোমাকে পড়তে চাই!
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2023 অপারবাংলা