অসম্ভব আকাশের গায়ে
জানি তুমি সম্ভাবনা রেখে গেছ… তাই
শান্ত উড়ি..পাশে পাশে পাক খায় চিল..
নীচে নদী… ফসলের মাঠ…
কত গাছ মেঘ চায়, মেঘ!
আমিও তোমাকে চাই…
যতদূর যেতে পারে চোখ,
তার ওপারের নাম নীল!
পৃথিবীর অংশ তুমি…
তুমি পৃথিবীর অংশ— এই ভেবে জলের গভীরে ব্যথা রেখে আসি…
ঘাসের নরম মনে ব্যথা রেখে আসি…
একদিন জেনে যাবে ঠিক
সে বিশ্বাসী…সে বিশ্বাসী…
আমার বিশ্বাস—
সমস্ত কান্নার শেষে বিন্দু বিন্দু আলো
পৃথিবীর খুব ভাল লাগে!
পৃথিবীর অংশ তুমি তাই
কোথাও কোনও না কোনও জানলা খুলে দাঁড়িয়েই আছ
সব আলো ফুরনোর আগে…