poem-prolovon

প্রলোভন
ওবায়েদ আকাশ


উপর থেকে লাফ দিয়ে তোমার উপর পড়েছি
তুমি আমাকে আঁকতে আঁকতে একজন বর্ষাকাল বানিয়ে দিয়েছো
আমি সেখান থেকে নামতে নামতে
বকফুলে ছাওয়া এক পড়ন্ত নদীতে এসে পড়েছি
আমি উপর থেকে লাফ দিয়ে তোমার উপর পড়েছি

তোমাকে দু’দ- দাঁড়াতে বলে
যখন দুহাতে শৈশবের টিকিট নিয়ে ফিরছি–
তুমি আমাকে কালোবাজারিতে নামমাত্র মূল্যে
পৃথিবীটা ক্রয়ের প্রস্তাব দিতেই
চারদিকে কেমন কালো রোদ নেমে এলো

আর ততোই আমি তামাটে বাতাসে
তালগাছের মতো মাথা উঁচু-করা শৈশবের টিকিট আঁকড়ে ধরেছি

অগত্যা তুমি আমাকে দাপুটে ক্ষমতায়
অনন্ত নক্ষত্র ভ্রমণের প্রস্তাব দিতেই
ঝাঁ ঝাঁ বুলেটের শেষে যুদ্ধোত্তর পৃথিবীর
সুমসাম নিস্তব্ধতা নেমে এলো

আর ততোই আমি বিপন্ন পৃথিবীর রক্তাক্ত জমিনে
রণক্লান্ত দুমড়ানো মুচড়ানো শৈশবের টিকিট আঁকড়ে ধরেছি

একবারমাত্র শর্তহীন ভালোবাসার প্রস্তাব দিতেই
অক্লান্ত শৈশবে সবুজ ধানগাছ হয়ে পাশাপাশি হাত ধরে হাঁটি

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *