পুরুষগন্ধ, হে রৌরববাসিনী
তমাল লাহা
যে কোনো পুরুষে মাতো, রৌরবে ডাকো,
তবে কি তুমিও কোনো ভেঙে পড়া সাঁকো?
বার বার আতঙ্কের সীমা ছুঁয়ে আসা,
তুমি তবে সেই তৃষ্ণা? দারুণ পিপাসা!
পিপাসায় ঘেমে, নেয়ে তেলতেলে মুখ;
কী সুখ পেলে হে তুমি? কী যে পেলে সুখ!
সুখ তুমি চাওইনি! জয় চেয়েছিলে?
ধনুকের গুনটানা, পরানো যে ছিলে
তার থেকে ছিটকে যে তির ফেরে না,
সে কথা জানতে, তবু কোন্ তাড়নায়
আগুন লাগালে তুমি ঘরে-বাইরে?
সে আগুনে নিজেও তো পুড়ে বারে বারে
কী পেলে? কী পেলে তুমি? ক্রোধ, প্রতিশোধ
পূর্ণ হল কি? না কি যে অভাববোধ
তোমাকে ঘুণের মতো কুরে কুরে খায়,
ক্ষইয়ে ক্ষইয়ে শেষ করে দিতে চায়,
তার কাছে উত্তর ছুঁড়ে দাও রোজ?
তাতে কি শান্তি পাও? কীসের গরজ
তোমাকে হেলায় টানে, ভেলায় ভাসায়?
তুমি তবে মরে বাঁচো আশার নেশায়!
নেশায় নস্যাৎ যত জীবনের ধন,
কী দিয়ে করবে তাকে অমল-শোধন?
পুরুষ-প্রাচূর্যে তাই লীন হয়ে যাও;
দীনতার কাছে ঋণ কেন যে বাড়াও,
জানি সে তোমার কোনো গোপনীয় ক্ষত।
তুমি কী নিজেকে নিয়ে সত্যি বিব্রত?
তমাল লাহা
যে কোনো পুরুষে মাতো, রৌরবে ডাকো,
তবে কি তুমিও কোনো ভেঙে পড়া সাঁকো?
বার বার আতঙ্কের সীমা ছুঁয়ে আসা,
তুমি তবে সেই তৃষ্ণা? দারুণ পিপাসা!
পিপাসায় ঘেমে, নেয়ে তেলতেলে মুখ;
কী সুখ পেলে হে তুমি? কী যে পেলে সুখ!
সুখ তুমি চাওইনি! জয় চেয়েছিলে?
ধনুকের গুনটানা, পরানো যে ছিলে
তার থেকে ছিটকে যে তির ফেরে না,
সে কথা জানতে, তবু কোন্ তাড়নায়
আগুন লাগালে তুমি ঘরে-বাইরে?
সে আগুনে নিজেও তো পুড়ে বারে বারে
কী পেলে? কী পেলে তুমি? ক্রোধ, প্রতিশোধ
পূর্ণ হল কি? না কি যে অভাববোধ
তোমাকে ঘুণের মতো কুরে কুরে খায়,
ক্ষইয়ে ক্ষইয়ে শেষ করে দিতে চায়,
তার কাছে উত্তর ছুঁড়ে দাও রোজ?
তাতে কি শান্তি পাও? কীসের গরজ
তোমাকে হেলায় টানে, ভেলায় ভাসায়?
তুমি তবে মরে বাঁচো আশার নেশায়!
নেশায় নস্যাৎ যত জীবনের ধন,
কী দিয়ে করবে তাকে অমল-শোধন?
পুরুষ-প্রাচূর্যে তাই লীন হয়ে যাও;
দীনতার কাছে ঋণ কেন যে বাড়াও,
জানি সে তোমার কোনো গোপনীয় ক্ষত।
তুমি কী নিজেকে নিয়ে সত্যি বিব্রত?
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন