রাক্ষসের রোমান্স

রাক্ষসের রোমান্স
পিয়াস মজিদ

১-
অভিমানের মেঘপুঞ্জে অসন্তোষের ছাপ।
দানায় দানায় ঝরায় শুধু জলের মনস্তাপ।
মুখোশগুলো ভিজছে দেখো; ভেতর ভেজায় কে?
মরচে পড়া হৃদয়গুলো আগেই জেনেছে ;
এই শহরের বিবেকগুলো উইপোকাতে খায়
জোছনা শুধু কয়েক ফোঁটা প্রশ্ন রেখে যায়।
২-
তপ্ত মাটিতে মুখোশের কত রঙ
গলিত শহর পোড়ায় কত না ভূঁই।
মুখোশ মানুষ দুঃখ দেবার আগে
নিজেই নিজের বেদনার বীজ রুই।
একদিন দেখো আমিও তোমার মত।
হয়ে যাবো ঠিক মুখোশের কারবারি
হিসেব তখন মিলবে না কিছুতেই
কে কাকে কখন কিভাবে গেলাম ছাড়ি।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *