রাক্ষসের রোমান্স রাক্ষসের রোমান্স পিয়াস মজিদ ১- অভিমানের মেঘপুঞ্জে অসন্তোষের ছাপ। দানায় দানায় ঝরায় শুধু জলের মনস্তাপ। মুখোশগুলো ভিজছে দেখো; ভেতর ভেজায় কে? মরচে পড়া হৃদয়গুলো আগেই জেনেছে ; এই শহরের বিবেকগুলো উইপোকাতে খায় জোছনা শুধু কয়েক ফোঁটা প্রশ্ন রেখে যায়। ২- তপ্ত মাটিতে মুখোশের কত রঙ গলিত শহর পোড়ায় কত না ভূঁই। মুখোশ মানুষ দুঃখ দেবার আগে নিজেই নিজের বেদনার বীজ রুই। একদিন দেখো আমিও তোমার মত। হয়ে যাবো ঠিক মুখোশের কারবারি হিসেব তখন মিলবে না কিছুতেই কে কাকে কখন কিভাবে গেলাম ছাড়ি। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা এর সকল সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন