poem-rani-paglir-lash রানি পাগলির লাশবিভাস রায়চৌধুরী গাছের বাইরে রানি পাগলি হাসছে কিন্তু কী আছে গাছের ভেতরে? গাছ ছুঁয়ে কেন যেন মনে হত গাছের ভেতরে আছে আকুল কান্নার বাটি… গাছ আর রানি পাগলিকে কখনওই আলাদা লাগে না পাড়ার সবাই তাকে খেতে দেয়, শাড়ি দেয় রানি যেন এ গ্রামের অনেক দিনের চেনা! এল ঝড় কিছুদিন পর গাছ কেটে রাস্তা হবে— রানি মানবে না সরকার বলে, আমরা সবাই বলি, রানি মানবে না আমি বুঝলাম, ঘটনা একটা কিছু ঘটতে চলেছে! গাছ যে কাটাই হবে, এতে কোনও রহস্যই নেই, রহস্য এটাই, একদিন নদীতে যখন ভেসে উঠল আমাদের রানি পাগলির লাশ… ভিড় করে সবাই কাঁদছে… স্পষ্ট দেখলাম, বুকের উপরে রানি যত্নে ধরে আছে গাছের কান্নার বাটি শেষ দেখা দিয়ে রানি ফের ডুবে গেল জলে… আর দেখা মিলল না ওর! এখন রাস্তায় বাস চলে রানি পাগলির গাছ কেটে গ্রামের নতুন নাম হয়েছে‘রানিনগর’ কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২৪ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২৪ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২৪ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২৪ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২৫ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২৫ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২৫ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন সেপ্টেম্বর, ২০২৫ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন