অন্ধকার নেমে এল ডিল্যুশনাল।
রাত্রি গভীর হলে তক্ষক ডেকে ওঠে
টক্সিক! টক্সিক!
পথ একটা আছে, ভাঙাচোরা
এল ই ডির আলো চুঁইয়ে আসে
আশশেওড়া বাবলাবনের ছায়ায়
এই পথে একদিন মানবীর ক্রমমুক্তি হবে
এই পথে একদিন মানবীর জনাজা নিকলাবে
২
পেত্নীসমগ্র থেকে একটা দুটো কবিতা বেরুল
তারপর আমাদের অ্যাটি নেওয়া ফেসবুকের পোস্ট
অজস্র লাইক পড়ল। ঝগড়া হল। একে ওকে তাকে ব্লকালাম।
ভেতরে গভীর হয়ে এল দাঁত, নখ আর ছিঁড়ে নেওয়া দাগ
ভেতরে গভীর হয়ে এল সেই দাগের ভেতর দিয়ে দেখতে পাওয়া সব
সেকেলে পুকুরপাড়, চন্ডিমণ্ডপ
খাপ পঞ্চায়েত
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন
1 thought on “poem-ratri-gobhir”
দুটো কবিতাই বেশ লাগল। দ্বিতীয়টা বেশি ভালো,চরম বাস্তব।
দুটো কবিতাই বেশ লাগল। দ্বিতীয়টা বেশি ভালো,চরম বাস্তব।