poem-sangam-bedona সঙ্গম বেদনা সমর চক্রবর্তী বর্গাচাষির নুনের দুঃখের মতো সঙ্গম বেদনা সুর হয়ে ঝরে পড়ে এস্রাজের তারে, তুমি অন্ধ গায়কের ঠোঁটে যেন সেই গান আর আমি যন্ত্রশিল্পীর মতো বাজিয়ে যাই সে গোপন সংরাগে। মৃত কাকের মতো পড়ে থাকা কুমারীসন্ধ্যা মনে পড়ে, পড়ে কী মনে? হাওয়ার রাতে ছিন্ন পালের নৌকা আগুনের স্রোতে দিক হারিয়ে আজ তোমার অশ্রুর ওপর ভাসে। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন
অসাধারণ কবি