poem-saradin-nana-chhanda

সারাদিন নানা ছন্দ
মাহমুদ কামাল


আকাশ মাটিতে নেমে আসে
ঘুঙুরের পা
সারাদিন নানা ছন্দ
সুর তোলে মোহমুদ্গর
এই যে অমিয়ধারা
আবার তো ফিরে যাবে আকাশ-জমিনে
তখন ঘুঙুর খুলে গিয়ে
যেভাবে সিঁদুর মুছে যায়
সেইভাবে ফিরে যাবে সকল সূত্র
এই যে যাওয়া আসা, মেঘ ও বৃষ্টি
এই যে আকাশ-জমিন
মাটিতে নেমে আসা
এভাবেই প্রকৃতি-মানুষ
একাকার হয়।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *