শান্তিস্তূপ
সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়
আকাশের কাছাকাছি চলে আসি
সূর্য এসে ছুঁয়ে দেয় সর্বাঙ্গ আমার!
পুত্র হবে? সে পুত্র ভাসিয়ে দেব জলে?
সিন্ধুর সঙ্গমে দেখি শ্যাওলা সবুজ আর
বালিরঙ মিশে মিশে যায়-
বুনো গন্ধ ভাসে ফেলে আসা হ্রদের কিনারে
“ভুলিনি তোমায়”
শুধু বুনো গন্ধে এই প্রথম, প্রেমে নয় ,
আত্মমগ্নতায় নেশা হয়ে এল!
শ্বাস আটকে আসে
পেটের ভিতর থেকে ঠেলা দেয় কে?
সূর্য পুত্র? পর্বত কন্যা?
নাকি যোনি দিয়ে নেমে আসবে মাটি রঙ সমুদ্রস্রোত?
তারিখ দেখিনি আমি, অপেক্ষা করেছি আর
ঘুরে ঘুরে উঠে গেছি আকাশের কাছে
মেঘ আছে, হাওয়া আছে, বিস্মৃতি আছে
“এইখানে বিলীন হব ধ্যানমগ্ন হয়ে”
হতে পারি পাপী তবু, এই ধ্যান পাপক্ষয় ধ্বনি
বুদ্ধের কাছে এসে পবিত্র হয়ে আসে প্রতিটি ধমনী !
সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়
আকাশের কাছাকাছি চলে আসি
সূর্য এসে ছুঁয়ে দেয় সর্বাঙ্গ আমার!
পুত্র হবে? সে পুত্র ভাসিয়ে দেব জলে?
সিন্ধুর সঙ্গমে দেখি শ্যাওলা সবুজ আর
বালিরঙ মিশে মিশে যায়-
বুনো গন্ধ ভাসে ফেলে আসা হ্রদের কিনারে
“ভুলিনি তোমায়”
শুধু বুনো গন্ধে এই প্রথম, প্রেমে নয় ,
আত্মমগ্নতায় নেশা হয়ে এল!
শ্বাস আটকে আসে
পেটের ভিতর থেকে ঠেলা দেয় কে?
সূর্য পুত্র? পর্বত কন্যা?
নাকি যোনি দিয়ে নেমে আসবে মাটি রঙ সমুদ্রস্রোত?
তারিখ দেখিনি আমি, অপেক্ষা করেছি আর
ঘুরে ঘুরে উঠে গেছি আকাশের কাছে
মেঘ আছে, হাওয়া আছে, বিস্মৃতি আছে
“এইখানে বিলীন হব ধ্যানমগ্ন হয়ে”
হতে পারি পাপী তবু, এই ধ্যান পাপক্ষয় ধ্বনি
বুদ্ধের কাছে এসে পবিত্র হয়ে আসে প্রতিটি ধমনী !
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন