শাপলা পুরের মৃত ডলফিন
সুদীপ্তা ঘোষ

সমুদ্রের রাশি জলের ভাজে ভাজে
খেলছিলে তুমি!
আহা কী অপূর্ব সে দৃশ্য!
বুঝি প্রকৃতি হাসলো আবার!
সেই ১৯৯১! কতগুলো দিন!
কতগুলো দিন পাড় করে তুমি এলে ঝাঁক বেঁধে আবারো!
এবার বুঝি করোনা ফেরালো?

সারি সারি নারকেল গাছের ছায়ায়,
নীলাভ সবুজ সমুদ্রের জল,
আহা কী আনন্দ!
খেলছিলে তুমি কলাতলি পয়েন্টে খুব ভোরে,
সূর্য জাগার প্রথম রোদ্দুর,
সন্ধ্যায় অস্ত যাওয়ার আগে নিভন্ত আলোর রশ্মি
গায়ে মেখে মেখে খেলছিলে, তুমি খেলছিলে!

বুঝি ভেবেছিলে,জয়ী আজ প্রকৃতি!
আহা কী আনন্দ তোমার!
নেচে নেচে কখন চলে গেলে টেকনাফ,
শাপলাপুরে তীরের খুব কাছাকাছি।

অবশেষে ওঁৎপেতে পেতে থাকা ঘাতকের জালে বন্দী হলে তুমি!

কী নির্মম, নিসঠুর ভাবে তুমি ক্ষত হলে!
ক্ষত হলে তুমি! লোভের লালায় ভেজা আমাদের লাঠির আঘাতে!
হয়তো মৃত্যুর আগে শেষ বার চোখ মেলে ভেবেছিলে,
প্রকৃতি কখন হাসবে তবে?
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2023 অপারবাংলা