সরস্বতীর পথে গিয়ে দেখেছি সাদা শাড়ি হলুদ ফুল
আর অজস্র প্রেমিক। তারা সব পলাশ ফুটবে বলে
চারাগাছ শিখেছে মন দিয়ে।
বসন্তদিকের কোকিল, তাদের চেনে
তাদের ছায়ার আনাগোনায় লোকে ভাবে
ফেব্রুয়ারি ফিরেছে।
আমিও শীতের ঘোর থেকে জেগে উঠে দেখি,
ঘুম পাচ্ছে আবার
খাতা, পাতা, উদ্যান থেকে উঠে আসছে ফাল্গুন দিন
গান যাচ্ছে দূর অব্দি –
হাওয়া ঘুরে যাচ্ছে – আমি হিমের লোক।
আঙুলে বরফ জমে গেলে, আমার শয়তান ও সরোদ-প্রীতি বাড়ে
সরস্বতীর দলে তাই আমাকে নেয় না কেউ
বাঁশি গর্জন করে, ফিরে যেতে বলে