এসো, পুনর্বার জেগে উঠি আমরা
আমাদের যৌথ মেধায় ভেসে যাবে
কূটতর্ক; কাপালিক গুটিয়ে নেবে রক্তচক্ষু
মন্দ্র বাতাসে খান খান
চিন্তাসূত্র; রহস্যেও জটিল স্তরে নিমগ্ন
সমুদ্রঢেউ–
হায়, মানুষের অপার শূন্যতা
কোথায় কত দূর যেতে পারে
ভাবনার বিন্যাস
এইতো হাতের মুঠোয় ধরা আছে পরিপূর্ণতা
এসো মেঘবালিকা
বালিয়াড়ি পাখিদের মতো উড়ে চলে যাই দূর দেশে…
বেলা বয়ে যায় বেলা বয়ে যায়
অস্তগামী সূর্যের শেষ আভাটুকু
ঐ তো এখনও দেখা যায় গোলাকার লাল টকটকে থালা
টুপ করে সমুদ্রে তলিয়ে যাবে বুঝি এখনই
আমাদের অস্তিত্ব…
অন্তর্ভেদী আলোয় উদ্ভাসিত অমা
শব্দ-নৈঃশব্দের অনুরণন খেলা করে…