শ্রাবণ বরাবরই ট্র্যাজেডিক ঋতু
তীব্র পুরুষের মতো সবকিছু তছনছ করে তার নিজস্ব নারীকে ছুঁয়ে থাকে গভীর আশ্লেষে
চোখ জুড়ে, পুড়ে যায় হৃদয়…গোধূলির মাসকারা আরও কালো করতে পারে একমাত্র এই শ্রাবণ পুরুষ। আহা, এমন করে লাব-ডুব শুষে নিতে জানা শ্রাবণের কাছে নিজেকে সমর্পণ করো মন।
দখলের নরম ঢেউয়ে তরঙ্গায়িত হও।
মগ্ন শরীর আর উষ্ণ আর্দ্রতা ছুঁয়ে থাকে রাতের বিনিময়।
রঙহীন, শরীরহীন এই শ্রাবণ পরম হয়ে ওঠে মননযাপনে।