রাত পোহালেই ভাবি আধাঁরের ঘোর কেটে যাবে
রাত পোহায় ঠিকই,সূর্যও উঠে ঠিকই
তার এই হাসি মুখ নিয়ে
কিন্তু আমার অঁাঁধার ঘোর আর কাটে না তো!
মানুষের মগজে আর খাঁটি কিছু নেই
সব নষ্ট,সব ধান্দা ঘুরে
কালো পথ খুঁজে নেয় সাদা মানুষেরা
নূরানী চেহারা শুধু বাইরেই থাকে
ভেতরে কালোর জিভ চেটে নেয় সব শুভ্র আলো।
আমি ক্রমশঃ ক্ষীণ থেকে ক্ষীণতর হই
ওরা সব গিলে খেতে খেতে
সবুজ শূন্য করে এই চরাচর!