poem-sohoj-kobita

সহজ কবিতা
শঙ্খশুভ্র পাত্র

মন যেন স্থির পদ্মাসন৷ ভ্রূমধ্যে চাঁদ, আধুলি৷
বিন্দুবাসিনী! তুমি চাইলেই ভালবাসা৷
ভাঙচুর… অব্যর্থ মাদুলি৷
দিব্যগুণে কাজ হয়৷ গুণটানা… দ্রুত জলযান৷
বাল্যকাল ভেসে ওঠে— স্মৃতি যেন পল্লবিত লতা৷
এইভাবে মধ্যরাত, মেধাস্বত্ব, সত্যের মধ্যে নীরবতা
পদ্মাসনে জেগে ওঠে৷ অতঃপর কুলকুণ্ডলিনী…
সহজ কবিতা, ওগো, তোমাকেই বেশি করে চিনি৷

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *