আমার অস্থি
যে কলসে আছে
সে কলস তুমি
স্পর্শ কোরো না
অগণিত প্রাণ
কেড়ে নিতে নিতে
আমাকে তোমার
শরিক ধোরো না
এই যে সময়
সমুখে সবার
নয়তো রাত্রি,
হয়তো ভোরও না
তুমি যদি তাকে
পড়তে না পারো
দয়া করে আজ
আমাকে পোড়ো না…
বাঁয়ে সৈকত
ডাইনে পাহাড়
যেদিকে ইচ্ছে
সেদিকে ঘোরো না
শেষ অবধি কোনও
পৃথিবী তো নও
অন্য গ্রহের
সঙ্গে লোড়ো না
বেদনা খুঁড়তে
এত ভালবাসো
নিজের কবরও
নিজেই খোঁড়ো-না
মরবার আগে
অনেক মেরেছো
মরেছি যখন,
স্পর্শ কোরো না…