poem-sree-thont-panchali

শ্রীঠোঁট পাঁচালি
গৌরব চক্রবর্তী


১।
শ্রীমতী চুম্বন! তার ওষ্ঠাধরে দিন-রাত্রি লেখা
প্রতি কল্পে প্রতি দৃশ্যে প্রতি আয়ু প্রতি কুহু-কেকা
প্রতিটি ধ্বনির গায়ে কুয়াশা পিচ্ছিল হয়ে আছে
আলোর অঞ্জলি ভরে লুকিয়ে রয়েছে সাতে-পাঁচে

জানি, সে নিজেকে নয়, ভালোবাসে কলঙ্ক ও কালি
সহস্র চুম্বনে লিখে রাখা এই শ্রীঠোঁট পাঁচালি


২।
বলো হে, অতল! এই শূন্যতায় কাকে রাখি লিখে?
সর্বনাশ থেকে উঠে আরও এক সর্বনাশে আছি
তুমি তো ছায়ায় ঢাকা আলোর ভেতরে সমাহিত
মেঘে মেঘে ঘেরা সেই মেঘে কোনও আগুন ছিল না?

তবুও কেন যে শুধু অযথাই স্মৃতি গেছে পুড়ে
এখনও অতল, তুমি বৃষ্টি নিয়ে খেলছ রোদ্দুরে?


৩।
যে আসে আসতে থাকে যে যায় কেবলই চলে যায়
ছায়ার নিবিড় থেকে আলো তার নাগাল পায় না
শ্রাবণ! শ্রাবণ ওগো! কী গান শোনাবে আজ, বলো?
আমি কি সুরের পাখি? আমি কি তোমারই স্বরলিপি?

শ্রাবণ! শ্রাবণ ওগো! বিষাদে-বিস্ময়ে এসো স্থির
তোমার সমস্ত গানে চোখ পুড়ে গিয়েছে কবির

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *