জানলা বন্ধ করে ঘষাকাঁচে দেখছি
ছায়া, বিকেল মাধবীলতা হয়ে দুলছে, সমুদ্রবায়ু।
হাঙরের দাঁত নেই, গোপন বাঘনখ নেই,
দশফুট দূরের মধ্যে। আমি খুশি।
“মিথ্যে আলোর চেয়ে অন্ধকার ঢের ভালো”–
বলে,সে মেয়েটি হাই তুলে পাশ ফিরে শুল।
আমি ওকে চিকিৎসা দিতে পারি না।
কিঞ্চিৎ প্রণয়,আর,
ভয়ের স্বপ্ন থেকে জেগে-ওঠা দিতে পারি।
চৈত্রবাতাস এনে ওর উপদ্রুত দেহে,
মনে হয়, ছেড়ে দিতে পারি