poem-suspishan

সাসপিশান
শাশ্বত গঙ্গোপাধ্যায়

ক্যাঙারুর মতো আমি তলপেটে চামড়ার থলিতে
নতুন লিখতে থাকা কবিতা গোপনে নিয়ে ঘুরি
‘কি লুকোচ্ছ কি লুকোচ্ছ’ অনেকে সন্দেহ করে
এ আর নতুন কথা কী, সেটা তো সকলেই জানে
বাঙালি, মস্তিষ্কে খুবই ক্ষুরধার
একই সঙ্গে পরশ্রীকাতর
এডস্ বা ক্যান্সার নয়, ঈর্ষা তার দুরারোগ্য ব্যাধি

ওদিকে গোপনে বেড়ে ওঠা কবিতাও
থলি থেকে চুপিচুপি মুখ বার করে দেখে নেয়:
স্লো মোশনে ভেসে যাওয়া বহুবর্ণ ধাতুর মুখোশ
দুপুরে কলেজ স্ট্রিট প্রকান্ড হাঁ-করা মরুভূমি
কোনোদিকে বন্ধু নেই, সকলেই সন্দেহপ্রবণ
দেবদূত হেঁটে গেলে তার পিঠে কারা ছুরি মেরে
স্পাইনাল কর্ড ঘিরে স্নায়ুগুলো গিঁট বেঁধে দেয়
নাড়ি ভুঁড়ি বার করে, হো হো করে হাসে

রাত্রিবেলা আমি বাড়ি ফিরে
কাঁধ থেকে ব্যাগ খুলে এসে বসি নির্জন টেবিলে
মোমবাতির ছদ্মবেশে প্রেমিকাও উঁকি মেরে যায়
প্রবল সন্দেহ নিয়ে, কি লিখছি ভুর্জপত্রে লেখার কাগজে

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *