স্বপ্নকথা
জয়দীপ চট্টোপাধ্যায়
ভালোবাসলে আঘাত পেতে হয়
ভালোবাসলে বিষাদ আসে মনে
তাই বলে কি গোলাপ ভুলে যাবো
কাব্য থেকে যাবোই নির্বাসনে!
দুঃখ আমার মোহন ভূষণ সাজ
বিবর্ণ মুখ ছুঁয়ে আমার পণ
চারপাশে আজ হিংসা অবক্ষয়
লুটেরাদের অবাধ বিচলন।
ধর্নামঞ্চে অনশনে যারা
তালিকা থেকে উধাও যাদের নাম
কৃতি হয়েও বঞ্চিত আজ তারা
ভন্ড – দাগী সংবাদ শিরোনাম।
হাওয়ায় ভাসে হাজার স্বপ্নকথা
ইতিহাসের ছাত্র হতেই চাই
বিনাশকালে প্রদীপ ওঠে জ্বলে
মানুষ গড়ে মানুষই দেয় ছাই।
আঘাত যত ঘিরবে অভিমুখ
তুলবে মাথা হাজারো প্রত্যয়
যাবেই মুছে বিজ্ঞাপনের মুখ
রুক্ষদিন হবেই শ্রাবনময়
ভালোবাসলে আঘাত পেতে হয়
ভালোবাসলে বিষাদ আসে মনে
তাই বলে কি গোলাপ ভুলে যাবো
কাব্য থেকে যাবোই নির্বাসনে!
জয়দীপ চট্টোপাধ্যায়
ভালোবাসলে আঘাত পেতে হয়
ভালোবাসলে বিষাদ আসে মনে
তাই বলে কি গোলাপ ভুলে যাবো
কাব্য থেকে যাবোই নির্বাসনে!
দুঃখ আমার মোহন ভূষণ সাজ
বিবর্ণ মুখ ছুঁয়ে আমার পণ
চারপাশে আজ হিংসা অবক্ষয়
লুটেরাদের অবাধ বিচলন।
ধর্নামঞ্চে অনশনে যারা
তালিকা থেকে উধাও যাদের নাম
কৃতি হয়েও বঞ্চিত আজ তারা
ভন্ড – দাগী সংবাদ শিরোনাম।
হাওয়ায় ভাসে হাজার স্বপ্নকথা
ইতিহাসের ছাত্র হতেই চাই
বিনাশকালে প্রদীপ ওঠে জ্বলে
মানুষ গড়ে মানুষই দেয় ছাই।
আঘাত যত ঘিরবে অভিমুখ
তুলবে মাথা হাজারো প্রত্যয়
যাবেই মুছে বিজ্ঞাপনের মুখ
রুক্ষদিন হবেই শ্রাবনময়
ভালোবাসলে আঘাত পেতে হয়
ভালোবাসলে বিষাদ আসে মনে
তাই বলে কি গোলাপ ভুলে যাবো
কাব্য থেকে যাবোই নির্বাসনে!
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন