poem-tahmina

তহমীনা
বিভাস রায়চৌধুরী

তহমীনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি
শুধু তার ব‌ই পড়েছি
জেনেছি নিষ্ঠুর সমাজের হাতে ক্ষতবিক্ষত হরিণীর নাম তহমীনা
পালটা লড়াইয়ের নাম তহমীনা
দু’দণ্ড আশ্রয়ের নাম‌ও তহমীনা

বড় রাস্তার পাশে রোজ খুন হচ্ছে একশো বছরের গাছ
দক্ষিণপাড়ায় আরো একটা লুপ্ত নদীর কথা জানা গেছে
ধর্ম ও বিয়ে নিয়ে সাদা কাগজে একটা প্রশ্ন লিখে পাঠিয়েছে বোন
আদিবাসীপাড়ায় বাচ্চাদের স্কুল করেছে নতুন একদল সাচ্চা মানুষ, ওদের দিদিমণি দরকার…

তহমীনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি কিন্তু আমি জানি একমাত্র ওকেই বলা যায়
দুঃখী পৃথিবীর কথা…
স্বপ্নের পৃথিবীর কথা…
আমি তাই তহমীনার জন্য বয়ে নিয়ে চলেছি
ছিন্নভিন্ন রেইন-ট্রি’র কান্না…
গুমখুন নদীর ফিসফিস …
ধর্ম না মানা বোনের চিঠি…
অন্যরকম মানুষ …

আর এইসব মাথার ভেতরে নিয়ে
ছুটতে ছুটতে
আমি ভুলে যাব
তহমীনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি

মনে থাকবে শুধু
নিষ্ঠুর সমাজের হাতে ক্ষতবিক্ষত হরিণীর নাম তহমীনা
পালটা লড়াইয়ের নাম তহমীনা
দু’দণ্ড আশ্রয়ের নাম‌ও তহমীনা…

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *