তাকে ছুঁয়ে দেখিনি, অথচ তার গরম অন্ধকার
আমাকে সমুদ্রে নামায়।
বৃষ্টির প্রত্যাশায় এক অযৌন আনন্দে
নিজেকে লুকোতে চেষ্টা করি,
কিন্তু কি করে লুকোতে হয় জানি না!
সংসার সব দেখে ফেলে,
তাই সব প্রেম সামলাতে সামলাতে
আমার সাংঘাতিক স্বপ্নদোষ হয়।
স্বপ্নেরা কখনো গর্জন করে, কখনো গান গায়;
সেই থেকে যে স্বপ্নে আসে তাকে প্রেম বলে ডাকি।
বাহ্, চমৎকার কবিতা। মুগ্ধতা রেখে গেলাম।