সূর্য ডুবলে তার ঘনিষ্ঠ ছায়ায় নিজেকে বোঝার চেষ্টা করি,তেজপাতা রঙের সন্ধ্যায় বুঝতে চেষ্টা করি মানুষের সঙ্গে আমার বহুমাত্রিক সম্পর্কের পরিচয়গুলো।মাঝেমধ্যে থমকে দাঁড়াই,মাঝেমধ্যে সংজ্ঞা বদল করে কুয়াশার কবিতা লিখি, ছেঁড়া কাগজের টুকরো হয়ে মাথা থেকে বেরিয়ে যায় কুয়াশা। কবিতা লিখছি বলে, ঘরে-বাইরে অপ্রয়োজনীয় হয়েছে ধর্ম;রূপকথার অলিতে গলিতে জন্মানো সমস্ত ঈশ্বরকে বলেছিতালাক তালাক তালাক…সেই থেকে নিজেকে খুব উজ্জ্বল মানুষ মনে হয়,সেই থেকে আমার সূর্যের চারদিকে আনন্দে ঘুরছে পৃথিবী।