poem-tobu-valobasi

তবু ভালোবাসি

নাসির আহমেদ

 

সবুজের বুকে মিশে থাকে ক্লোরোফিল

সেই সবুজেই লতায় পাতায় সুতানলি সাপ!

নিত্য জীবন বাঁচায় অক্সিজেনের প্রবাহে সবুজ প্রকৃতি

মৃত্যুও মিশে থাকে সেখানেই ছোবলের নীল বিষে।

 

এই উপমায় বন্ধু তোমাকে কতটা চেনানো গেল?

সম্পর্কের জটিল সূত্রে ইতি আর নেতি প্রকৃতির অবিকল

তাই শঙ্কায় কখনো দ্বিধায় সন্দেহ-সংশয়ে

টলে ওঠে ভালোবাসা বিশ্বাস। তবু তোমাকেই চাই।

 

পাখির স্বভাবে বাসা বদলের মতো

কাছের বন্ধু কখনো হঠাৎ দূরে চলে যায়

হৃদয়ে রক্তক্ষরণে কখনো ছিঁড়ে যায় বন্ধন

তবু কি বন্ধুহীন বাঁচা যায়! সম্ভব কোনদিন?

 

যতটা এগোই ঠিক ততটাই যেন

পিছিয়ে পড়তে হয় বারবার, বন্ধু আমার

তবু ভালোবেসে ভালো-মন্দের তোমাকেই চাই।




এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *