তোমাকে ডাকছি
সৈয়দ হাসমত জালাল
অন্ধকারের মতো হেঁটে যাচ্ছে মানুষ
এক একটি তমসাচ্ছন্ন বৃক্ষ
তাদের মুখ দেখা যাচ্ছে না
তাই বুঝতে পারছি না, তারা কেউ আমার চেনা কি না
এদের মধ্যে কেউ কি আমার বন্ধু ছিল
তাদের মুখও কি এখন এরকমই হৃদয়হীন অন্ধকারে ঢাকা
আমি চিনতে পারছি না আমার স্বদেশকেও
আমি একদিন গান গাইতে পারতাম
সে কথা ভেবে গাইতে চেষ্টা করলাম–
‘আলোয় আলোকময় করে হে এলে…’
ঠা-ঠা করে শরীর দুলিয়ে হেসে উঠল কালো পাথরস্তব্ধতা
গুলিয়ে উঠল আমার সর্বস্ব, আমি বমি করে ফেলছি অন্ধকার
এক একটি অন্ধকারে ছাওয়া বৃক্ষ, কোটরে কোটরে
ভাঙা বাসায় ককিয়ে উঠছে পাখি
জাগছে না গান, উঠে আসছে উন্মাদিনীর কান্না
হো-হো-হো-হো সমস্বরে হাসছে ধর্ষকের দল
উড়ছে ধর্মের অন্ধকার ধ্বজা
আমি চোখ বন্ধ করে ভেঙে পড়তে পড়তে দাঁড়াতে চাইছি
এসো অচঞ্চল, দিগন্তপথের প্রেম, তোমাকে ডাকছি
এসো হে আলোর আলো…
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন