তোমাকে জানতে পারলে

তোমাকে জানতে পারলে
তারাশংকর বন্দ্যোপাধ্যায়

আমি অন্ধকার নিয়ে কিছু বলিনি
এতো আলো কোথায় পাবে তা নিয়ে যখন কিছুটা বিভ্রান্ত ছিলে
তখন শুধু বলেছিলাম
কুঁড়িগুলোকে ফুল হয়ে ফুটতে দাও।

ঝলমলে এক সবুজ গাছের নিচে দাঁড়িয়ে ছিলে তুমি
সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে তোমার পায়ের পাতার উপরে
এসে পড়েছিল এক বনজ আলো,
পরিপূর্ণ এক মালিন্য তখন একটু একটু করে
ঋণী হয়ে যাচ্ছিল শিহরিত পাতাগুলির কাছে।
কার কাছে কতটুকু ঋণ সেকথা ভাবতে ভাবতে
সেদিন রাত্তিরে বারান্দার এককোণে রাখা লন্ঠন নিভে গিয়েছিল।

আমি আলো নিয়েও কিছু বলিনি
তোমাকে জানলেই তো জানা হয়ে যায়
আলো, অন্ধকার, সব।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

8 thoughts on “তোমাকে জানতে পারলে

  1. “কুঁড়িগুলোকে ফুল হয়ে ফুটতে দাও” এটাই কবিতার ধ্রুবপদ। আজও জানা হলো না কার কাছে কতটুকু ঋণ। বড্ড মন কেমন করা লেখা।

    1. খুব খুশি হলাম। আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম

  2. ‘ তোমাকে জানলেই তো জানা হয়ে যায় আলো-অন্ধকার-সব ‘ কি সুন্দর করে বলা। আহা, খুব ভাল এক কবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *