poem-tritiya-biswajuddha

তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন কি
বিমল গুহ

বোধের উৎসমূলে নাকাড়া বাজায় ছায়ালোক
নাকাড়া বাজায় মহাশক্তিধর ক্রোধ সারাবেলা-
কেমন রহস্যময় মনে হয় পৃথিবীকে আজ
দেখি- চারপাশ ঢেকে যাচ্ছে ভুতুরে আলোয়;
চোখের তারায় নাচে ছায়াপি-
সংযুক্ত আরবের আকস্মিক বন্যার মতো ভাসায় প্রান্তর
কিসের ঘণ্টাধ্বনি মেঘে মেঘে
বিদ্যুৎ চমকায় অবেলায় অসময়ে?

বোধের উৎসমূলে সারাক্ষণ নাকাড়া বাজায় মরাস্মৃতি
ফুঁসে ওঠে কালসাপ
অশুভের হাতে আজ পরমাণু অস্ত্রের ভা-র-
ঘোরলাগা মাতাল সময়
মহা মহা রহস্যের জালে বন্দী পৃথিবী এখন- এইবেলা;
নতজানু মূল্যবোধ-
তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন কি; আসন্ন কি মহা ধ্বংসলীলা
আগামীর পৃথিবী কি বিপজ্জনক বসবাস?

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *