ভাল থেকো

ভাল থেকো
(হুমায়ুন আজাদের জনপ্রিয় কবিতা “ভালো থেকো” অবলম্বনে)
সুবিমল চক্রবর্তী

ভাল থেকো মন, মনোরম বন, ভাল থেকো।
ভাল থেকো আয়ু, সুশীতল বায়ু, ভাল থেকো।
ভাল থেকো সাধ, সাগর অগাধ, ভাল থেকো।
ভাল থেকো তুমি, উর্বর ভূমি, ভাল থেকো।
ভাল থেকো সুর, শালিখের ঝাঁক।
ভাল থেকো গান, গাঙটির বাঁক।
ভাল থেকো।

ভাল থেকো দেখা, দিগন্ত রেখা, ভাল থেকো।
ভাল থেকো ভাব, জলভরা ডাব, ভাল থেকো।
ভাল থেকো স্নেহ, হরিনীর গেহ, ভাল থেকো।
ভাল থেকো মায়া, বনানীর ছায়া, ভাল থেকো।
ভাল থেকো প্রেম, মেঘের কাজল।
ভাল থেকো চলা, ফল ও ফসল।
ভাল থেকো।

ভাল থেকো জ্ঞান, শৈলের ধ্যান, ভাল থেকো।
ভাল থেকো বোধ, ধরণীর ক্রোধ, ভাল থেকো।
ভাল থেকো ছোঁয়া, কুহেলীর ধোঁয়া, ভাল থেকো।
ভাল থেকো হাসি, তৃণ রাশি রাশি, ভাল থেকো।
ভাল থেকো মান, সাগরের ঢেউ।
ভাল থেকো চাওয়া, কুকুরের ঘেউ।
ভাল থেকো।

ভাল থেকো শিশু, পাখি আর পশু, ভাল থেকো।
ভাল থেকো নারী, তৃষ্ঞার বারি, ভাল থেকো।
ভাল থেকো নর, নীল চাঁদ বড়, ভাল থেকো।
ভাল থেকো জায়া, বনানীর মায়া, ভাল থেকো।
ভাল থেকো সবে, মেঘ মল্লার।
ভাল থেকো সুর, কমলিনী হার।

ভাল থেকো, ভাল থেকো, ভাল থেকো।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *