সব্যসাচী সরকার
কতটা কান টানলে মাথা আসতে পারে,
লাইনে দাঁড়ানোর আগে
এই নিয়ে অল্পসল্প ভেবেছিল জোকার।
কিন্তু বুথে গিয়ে দেখল,
চারপাশে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে নানারকমের
অ আ ক খ।
একটাকে ধরতে গেলে পিছলে বেরিয়ে গেল,
অন্যটা খিলখিল করে হেসে বলল, ‘অত সোজা?’
জোকার আরও লক্ষ্য করল,
বাবুরা যেখানে বসে চা-বিস্কুট খাচ্ছেন,
সেখান থেকে কিছুটা দূরে
নানারকমের শব্দগুচ্ছ
বাতাসে ভাসছে।
জংলা পোশাক আর রাইফেল উঁচিয়ে ধরা
গম্ভীর মুখগুলো পেরিয়ে
সেদিকেই হেঁটে গেল জোকার।
কিন্তু শত চেষ্টা সত্ত্বেও
ধরতে পারল না একটা শব্দও।
তা হলে?
বুথ থেকে বেরিয়ে বাড়ি ফিরেও
শান্ত হতে পারে না জোকার।
বিছানায় বেড কভারের আনাচে-কানাচে
লেপ্টে থাকে শব্দেরা।
একটাও আঙুলে বসে না।
তর্জনীর ডগায় শুধু
লেগে থাকে
বিশ্বাসঘাতক কালির দাগ!
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন