poem-eliji এলিজি বেবী সাউ ছুঁয়ে যাও আমার দুঃসহ ভাবনা রেখা, শেষ রাতের নীল ওড়ে আঁধার- আকাশে… বাতাস চৌকাঠ পেরিয়ে হুহু আগুন ছড়ায় আমি দরজা খুলে ফেলি; এলোচুলে বসে আছে দিগন্ত মাইল মাইল ধিকিধিকি লোহা কয়েকশো কিলোমিটার জুড়ে স্পর্শলোভী চোখ… গুপ্ত দেরাজের চাবি বের করি খুলে ফেলি সীমানার দুঃখ… কাঁটাতারে ঘেরা দেশ খিলখলিয়ে ওঠে গুমোট মেঘ গুলো বন্দী আকাশে গ্রহণ কাঁটাতারে কাঁটাতারে ঝুলে আছে আমাদের আনন্দ কবিতা এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন
ধিকিধিকি লোহা – শব্দবন্ধ টি ঠিক বোঝা গেলো
না।