poem-sampriti

সম্প্রীতি
ফারুক মাহমুদ


মূলছিন্ন মানুষের ঠিকানা থাকে না
কাজ শুধু অনুগ্রহের পথচিহ্ন আঁকা
করুণা, তাচ্ছিল্যঝড়– আসে ঝাঁকে-ঝাঁকে
মাটিদেশ, চিন্তামূলে অস্তিত্ব-বিহীন

করজোড়-শিল্প হলো মূঢ়তার দাস
বিত্তের স্বভাবগতি শীর্ষস্থানে থাকা
অন্যকে অসার ভাবে– নিমেষ-জীবন
রোখা কণ্ঠ, ‘দিয়েছি তো, আর কত চাস?’

সব সূত্র দিব্যি নয়। ব্যতিক্রম আছে
ভুল চালে হেরে যায় দাবাড়ুর ঘু্ঁটি
তবু সম্ভাবনা থাকে– যতক্ষণ শ্বাস
দূরে রাখো ক্ষত-ক্ষতি পুরনো যখম

যেকোনো ফুলের মতো বাগানে বা বনে
সম্প্রীতি জাগিয়ে এসো দলবদ্ধ ফুটি

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *