poem-seisob-manushera

সেইসব মানুষেরা
সব্যসাচী মজুমদার

সেইসব মানুষেরা একদিন আমাদের ধর্ম,
বিদ্বেষ এবং জন্তু তুলে নিয়ে গিয়েছিল জেলে।
আমরা মাথা ঠুকে ঠুকে দিগন্ত পর্যন্ত গেছিলাম।
একটি গোলাকার মেঘ সাড়া দেয়; কিন্তু, হংসধ্বনি!
তাকে তো ছোঁয়াও হল, ছুঁয়ে দেখে ভেসে গেল ওরা

ওরা মানে, মাফিয়ার মৌলিক শর্তের ধারণারা-
মিথ্যে হয়ে গেল ওরা। যেহেতু ওদের দেহ শক্তি
আবার কেন্দ্রগ বলে মিশে যাবে গতিবিদ্যা শিখে।
যার ধবল শরীরে রোদ্দুর কুফল হয়ে যায়…
আর তাতে লেখা থাকে আমাদের অর্থযতিগুলি –
তার কোনও মানে নেই তুমি গাছেদের সংখ্যা জানলে।
তুমি জানলে লাভা হয়ে যাওয়ার প্রাচীনপন্থাগুলি…
আসলে এ গতিবেগে তোমার কোনও কর্তব্য নেই
তোমার- গ্রহের ফেরে শুধু গণতন্ত্র হয়ে থাকা …

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *