এই ছেলেটির মধ্যে সারল্য ও স্বতঃস্ফূর্ততার
সঞ্চয় রয়েছে। স্মিত, সব সময় সাহায্যে প্রস্তুত।
কখনও কথার মধ্যে অসূয়া বা অসম্মান
দেখিনি, সে মাথা নিচু ক’রে কথা ব’লে, যেন,
পরিতৃপ্ত হয়।
শোনে আরও বেশি, আর, সব সময় তুষ্ট থাকতে চায়।
যেকোনও দুর্যোগে আগে, যেন এই বিশ্বব্রহ্মাণ্ডের
ভার তারই অনুন্নত কাঁধে, তাই সর্বদা চিন্তিত,
ব্যস্ত, উদ্যোগী, অধীর।
ছেলেটিকে পাশে পেয়ে নিজেকে গর্বিত
আর, জানিনা যে কেন, বড় অপরাধী মনে হয়।