ইলিশের নানারকম
(আফরোজা নাজনীন)
পোস্ত-ইলিশ
উপকরণ:
ইলিশ মাছ ৫ টুকরা,
পোস্ত বাটা ৩ টেবিল চামচ,
পেঁয়াজবাটা ২ চা-চামচ,
কাঁচা মরিচবাটা ৪-৫টা,
পেঁয়াজ কুচি ৩ চা-চামচ,
আস্ত কাঁচা মরিচ ৪-৫টা,
হলুদ গুঁড়া আধা চামচ,
তেল ২ টেবিল চামচ ও
লবণ স্বাদমতো
প্রণালি: কড়াইতে তেল দিন। এবার পোস্ত ও কাঁচা মরিচবাটার সঙ্গে আগে থেকে লবণ ও হলুদ মিশিয়ে রাখুন। তেলের মধ্যে পেঁয়াজ কুচি ঢেলে দিন। এবার সরিষা-মরিচ পেস্ট ঢেলে দিন। এরপর নেড়ে মাছ ঢেলে দিন। দেড় কাপ পানি দিন নেড়ে ঢেকে রাখুন। কষানো হলে পোস্ত থেকে তেল ওপরে উঠে আসবে। এবার আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। মাছও হয়ে যাবে ততক্ষণে। এক মিনিট পর নামিয়ে নিন।
ইলিশ মাছে মরিচ ট্যাঙ্গা (বরিশালের রান্না)
উপকরণ:
ইলিশ মাছ ৬ পিস,
হলুদ গুঁড়া আধা চামচ,
মরিচ গুঁড়া ১ চা চামচ,
আদাবাটা ১/২ চা-চামচ,
ধনে গুঁড়া ১/২ চা চামচ,
পেঁয়াজবাটা ২ চা-চামচ,
আস্ত কাঁচা মরিচ ৪-৫টা,
আস্ত শুকনা মরিচ ৪/৫ টা,
আস্ত সর্ষে ১/২ চা চামচ,
টোমেটো কুচি ১/২ কাপ,
তেতুলের মাড় ১/২ কাপ,
চিনি ১/২ চা চামচ,
তেল পরিমানমত ও
লবণ স্বাদমতো
প্রণালি: মাছ ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে হলুদ, মরিচ, লবণ মেখে ১০-১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার গরম তেলে মাছগুলো ভেজে তুলে নিন। এই তেলে মরিচ ও সর্ষে ফোড়ন দিয়ে এতে পেঁয়াজবাটা, মরিচ গুঁড়া ,লবন, হলুদ ও আদা বাটা দিয়ে কষিয়ে নিন। এতে মাছ ও টমেটো দিয়ে নেড়ে একটু পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ রান্না করে তেঁতুলের মাড় ও চিনি দিন। তৈরি হয়ে গেলে পরিবেশন করুন।
ইলিশ কাবাব
উপকরণ:
ইলিশ মাছ : ১টা
পেঁয়াজ কুচি : ১ কাপ
কাঁচা মরিচ কুচি : ৩/৪ টা
লেবুর রস : ১ টে: চামচ
আদা বাটা : আধা চা চামচ
হলুদ গুঁড়া : আধা চা চামচ
মরিচ গুঁড়া : ১ চা চামচ
পোস্তবাটা : ১ টেবিল চামচ
চিনি : ১ চিমটি
ধনেপাতা কুচি : পরিমাণমতো
লবণ : স্বাদমতো
বেরেস্তা : সাজানোর জন্য
প্রনালী: প্রথমে ইলিশ মাছের মাথা ও লেজ আলাদা করে নিতে হবে। মাছের বাকী অংশ লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। মাছের মাথা,লেজ ও মাঝখানের বড় কাঁটা হলুদ, মরিচ আর লবণ মেখে তেলে ভেজে নিন। এবার তেলে পেঁয়াজ ভেজে এতে আদা বাটা, হলুদ, মরিচ, লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে এলে এতে কাঁটা ছাড়ানো মাছগুলো দিয়ে ভেজে নিন। এখন পোস্তবাটা,ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে চিনি ছিটিয়ে লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। এবার ভাজা মাথা, কাঁটা ছাড়ানো মাছ ও লেজ দিয়ে মাছ বানিয়ে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ইলিশ কাবাব।