poem-aalo আলো সৈয়দ হাসমত জালাল তুমি কথা বলো, আমি দূর থেকে শুনি ওই মৃদু ও নিবিড় স্বর ছুঁয়ে থাকি তার স্নিগ্ধ আভাটুকু শীতের শান্ত নরম দুপুর গুটিয়ে নিয়েছে ডানা কুয়াশা উড়ছে বিমর্ষ বাগানের কোণে ক্ষয়হীন ক্ষতিহীন সুচির-অনন্তে ভেসে যাচ্ছে অশ্রুত গান সন্ধ্যা নামছে দূরে ভাগীরথীতীরে কমলাকোয়ার ঠোঁটদুটি থেকে ভেসে আসছে আলো আমাকে ছুঁয়ে আছে তার নম্র আভাটুকু কথা বলো, আমি কুয়াশায় কান পেতে আছি এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন