poem-aamra-jara আমরা যারা স্মরণজিৎ চক্রবর্তী কোমরে ছিল মাদুলি আর গলায় নীল টাই আমরা যারা কর্পোরেটের ছেটানো ভাত খাই আমরা যারা বি কম অনার্স, বি এস সি, বা বি এ শাহরুখ খানের টাকা বাড়াই তোমায় পাশে নিয়ে বাবার হার্ট আঘাত খায়, মায়ের চোখে ছানি আমরা যারা কোক-বোতলে সর্ষের তেল আনি উইথাউট মারি ট্রেনে এবং কানের গোড়ায় ঢিসুম ক্লায়েন্ট যখন খিস্তি করে, বলেছি ‘নো ইস্যু’ তাপ্পি মারা জুতোর পাশে আমরা যারা হাসি এই শহরের পিচের ওপর রঙ ফলানো চাষী পরের গোলায় ধান তুলি আর টিফিন বলতে মুড়ি রাতের বেলায় স্বপ্ন বলতে খুব জোর এই পুরী তারা এমন জীবন কাঁধে অবাক বেঁচে যায় আমরা যারা ভরসা রাখি বাংলা কবিতায় কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন