poem-aamra-jara

আমরা যারা
স্মরণজিৎ চক্রবর্তী

কোমরে ছিল মাদুলি আর গলায় নীল টাই
আমরা যারা কর্পোরেটের ছেটানো ভাত খাই

আমরা যারা বি কম অনার্স, বি এস সি, বা বি এ
শাহরুখ খানের টাকা বাড়াই তোমায় পাশে নিয়ে

বাবার হার্ট আঘাত খায়, মায়ের চোখে ছানি
আমরা যারা কোক-বোতলে সর্ষের তেল আনি

উইথাউট মারি ট্রেনে এবং কানের গোড়ায় ঢিসুম
ক্লায়েন্ট যখন খিস্তি করে, বলেছি ‘নো ইস্যু’

তাপ্পি মারা জুতোর পাশে আমরা যারা হাসি
এই শহরের পিচের ওপর রঙ ফলানো চাষী

পরের গোলায় ধান তুলি আর টিফিন বলতে মুড়ি
রাতের বেলায় স্বপ্ন বলতে খুব জোর এই পুরী

তারা এমন জীবন কাঁধে অবাক বেঁচে যায়
আমরা যারা ভরসা রাখি বাংলা কবিতায়

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *