পা দুটি যে ভিজে গেল নৃত্যময় জলে
এমন বহমানতা নিয়ে সে কোথায় যাবে বলো
ছিন্ন রেখার মতো যে আলো পড়ল চঞ্চলে
সে সকল ব্যক্তিগত উদ্ভাসিত করে দেয় যদি
চিহ্ন থেকে ধরা যায় সমস্ত ধূসর
রক্ষা করো বলে তাই কেঁদে ওঠে শুকসারীগণ
নৌকাদূর থেকে দেখি ফিরে গেল তার অবসান
বিরহসম্মত দেহ টেনে নিয়ে সে ফিরেছে বাড়ি
অব্যক্ত ঢেলে দেবে গাছে গাছে, পাশে সন্দেহ
দাঁড়াবে, সন্নিকট উড়ে যাবে বায়ুসুন্দরে
মাথার উপর তার অস্থির জ্বলে যে মিটিমিটি
যেন না আবার যায়, রাত, তাকে থামিও লক্ষীটি