poem-aatmohotya

আত্মহত্যা
শ্যামশ্রী রায় কর্মকার

পা দুটি যে ভিজে গেল নৃত্যময় জলে
এমন বহমানতা নিয়ে সে কোথায় যাবে বলো
ছিন্ন রেখার মতো যে আলো পড়ল চঞ্চলে
সে সকল ব্যক্তিগত উদ্ভাসিত করে দেয় যদি
চিহ্ন থেকে ধরা যায় সমস্ত ধূসর
রক্ষা করো বলে তাই কেঁদে ওঠে শুকসারীগণ

নৌকাদূর থেকে দেখি ফিরে গেল তার অবসান
বিরহসম্মত দেহ টেনে নিয়ে সে ফিরেছে বাড়ি
অব্যক্ত ঢেলে দেবে গাছে গাছে, পাশে সন্দেহ
দাঁড়াবে, সন্নিকট উড়ে যাবে বায়ুসুন্দরে
মাথার উপর তার অস্থির জ্বলে যে মিটিমিটি
যেন না আবার যায়, রাত, তাকে থামিও লক্ষীটি

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *