poem-achena

অচেনা
বীথি চট্টোপাধ্যায়


বাইরে কিছু কি বুঝতে পারছে লোকে?
চলছে কতটা অবিরাম ভাঙাগড়া?
যেসব জীবনে পড়িনি কখনও আগে
কতলোক এসে ধরছে সেসব পড়া।

#

কখনও চাইনি; তাই পাইনিও কিছু
না-পাওয়ার খুব গভীর সুখও তো আছে,
কোন চেতনায় ছিল এতখানি চাওয়া?
মানুষ নিজেকে এতটা না-চিনে বাঁচে?

#

চেনা না-চেনায় কার ছায়া দেখা যায়?
কোন সে সুদূর অতল নদীর ধারে,
সূর্যের মতো সব চাওয়া ডুবেছিল
চাঁদের আলোর স্তিমিত অন্ধকারে।

#

দেখে কোনওকিছু বুঝতে পারবে কেউ?
খাদ তার মুখ কুয়াশা-চাদরে ঢাকে,
আবহাওয়া না-জেনে পাহাড়ে বেড়াতে গেলে
পড়ে যাওয়া ছাড়া আর কী উপায় থাকে?

#

কুয়াশাকে পথ, পথকে কুয়াশা ভেবে
কখনও পড়িনি অতলের এই পড়া ;
আবহাওয়া খারাপ, রাস্তাও ভাল নয় —
ভেতরে চলছে অবিরাম ভাঙাগড়া।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *