সৈকত মুখোপাধ্যায়
কতদিন জলে ভরা মাঠ। তোমার আনন্দের বিন্দুরা হাঁটুর মধ্যে মুখ গুঁজে প্রান্তরেখার বাইরে বসে আছে। আমি তো জানি, ওদের প্রত্যেকেরই কি অসামান্য খেলার প্রতিভা। আমার আনন্দের দলের সঙ্গে যতবার ওদের খেলা হয়েছে, আমি পরাজিত হয়েছি।
কবেকার কথা সেসব। আজ শুধু দূর থেকে দেখি তোমার জলে ভরা মাঠের মতন সংসার।
বালতি বালতি জল তুলে মাঠের বাইরে ফেলছ, হাতকোদাল দিয়ে আল বানাচ্ছো, লোহার ওজন দিয়ে মাটি সমান করছ। মানে, চেষ্টা করছ, কিন্তু কিছুই হচ্ছে না।
ওদিকে তোমার আনন্দের দল প্রান্তরেখার বাইরে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে তো বসেই আছে। ওদের বোবা চোখে একটাই প্রশ্ন– খেলব না? আমরা আর খেলব না?
আমিও তো তোমাকে আজ এই কথাটাই জিজ্ঞেস করতে এসেছিলাম। আর খেলা হবে না আমাদের? আমার আনন্দের সঙ্গে তোমার আনন্দের খেলা হবে না? নীরব উল্লাসে ফেটে পড়ব না আর? খেলার মাঠে মিলবার জন্যেই যে তোমার আর আমার আনন্দদল এমন আলাদা, এই কথাটা বোঝার জন্যেই তো মানবজন্ম।
অথচ কীভাবে আমাদের জীবন কেটে যাচ্ছে দেখো। ভাবো, কত দীর্ঘদিন তুমি কামার্ত হওনি।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন