poem-ascho-tahole-tumi

আসছো তা হলে তুমি!
নাসির আহমেদ

এই নির্দয় শহরে তুমি নেই। যেন তুমি হারানো কৈশোর!
হারিয়ে ফেলার পরে এখনো কাটেনি দুঃখঘোর।
আশ্চর্য সুন্দর শান্ত গ্রামের প্রতিমা তুমি, মমতার সবুজ পত্রালি
আসছো আবার তাই আনন্দ হৃদয় জুড়ে দিচ্ছে করতালি!

আসছো সবুজ নিয়ে, আসছো মধুরতম কৈশোরকে নিয়ে
আবার স্বপ্নের মত স্বপ্নকে সাজিয়ে, দিও পুতুলের বিয়ে।
বিষন্ন শীতের শেষে যেন তুমি পুষ্পময়ী বসন্তের রানী!
আসছো আবার ফিরে মুছে দিতে পাতাঝরা দগ্ধদিন-গ্লানি।

বর্ষার অঝোর ধারা ঝরবে চৈত্রের ফাটা খরাদগ্ধ মাঠে
আবার উর্বর পলি শস্যময়ী হবে মাঠ। কৃষকের দিন কাটে
কেবল তোমারই প্রতীক্ষায়। তুমিই প্রকৃতি, যেন আমার তৃপ্তির গান
রবীন্দ্রনাথের মতো বাহির গভীর করে ভিতরকে দিয়ে গেছে টান!

দূর পথিকের কানে কাঙ্ক্ষিত গানের সুধা ঢেলে
আসছে স্বপ্নের চেয়ে উজ্জ্বল জোৎস্নার চাঁদ সম্ভাবনা জ্বেলে
ভেসে যাবে চরাচর জ্যোৎস্নার প্লাবনে এক স্বর্গীয় আবহে
আসছো বসন্ত হয়ে? না হলে দখিন হাওয়া কেন বুকে বহে!

তুমিই আসছো? নাকি আমিই তোমার দিকে দ্রুত যাচ্ছি চলে,
প্রতীক্ষার মোম দেখো বুকের ভেতরে কী যে দ্রুত লয়ে গলে!

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *