poem-ashathmahiruha

অশথমহীরুহ
আসিফ-আল-নূর

(কবি আশুতোষ ভৌমিক’কে নিবেদিত)
——-

সব গাছই ছায়াত্রাতা নয়
আচম্বিত বৃষ্টিতে নিরাপদ ছাউনি নয়
আকাশচুম্বী একেক সুপারিগাছের কথাই ধরুন
এক টুকরো ছায়া মেলে না
ভীষণ খররোদে তার তলে দাঁড়ালে
এই জ্যৈষ্ঠ কী ভাদরের রোদদগ্ধ পৃথিবীতে
আমরা দিনদিন ছায়াত্রাতা গাছদের হারাচ্ছি
অথবা যে-কয়েক টিকে আছে পূণ্যব্রত নিয়ে বুকে
মহতী পরিব্রাজকের মতো
তারাও ধুঁকছে নিসর্গে সমজদারহীনতায়

আমাদের সবকিছুই সজীব ও সমৃদ্ধ ছিল
কেবল আমরাই নির্জীব অসার
আমাদের চেতন কীবা অবচেতনের ‘পরে
ছায়া ফেলে না
স্বয়ম্ভূ ছায়াময় অশথমহীরুহ

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *