poem-bodol

বদল
জয়ন্ত চট্টোপাধ্যায়

পৃথিবীর আবহমান শরীরের মতো
এক অজ্ঞাত কারণে বদলে গেছে
ডাইনোসরদের রাজত্বের দিন।
বদলে গেছে চেঙ্গিস খানের সেই
অপ্রতিরোধ্য ঘোড়ার ক্ষিপ্রতা,
বদলে গেছে কোহিনূরের মালিকানা,
ব্রহ্মপুত্রের গতিপথ, সাঁইজীর নাম,
গ্রামীণ সমাজ, পালা আর পার্বণ।
কোনো এক গোপন ষড়যন্ত্রে
বদলে গেছে ভারতবর্ষের বর্ণিল
ভূগোল আর মানুষের মানচিত্র,
সাঈদ আনোয়ারের নিখুঁত ব্যাটিং,
সঙ্গীতের স্বরলিপি, নাচের মুদ্রা।
প্রকৃতির অমোঘ নিয়মে বদলায়
ঋতুর রঙ, রূপ আর গন্ধময় মাটি,
রঙধনুর সাময়িক সাতরঙ আর
পরিযায়ী পাখীদের নিরাপদ নীড়।
পুরনো বিশ্বাস ভেঙে গতি বদলে
কথিত সাত আসমানে ঘুরে আসে
ইউরি গ্যাগারিন আর তেরেস্কোভা।
এভাবেই সমূহ বদল হচ্ছে এই
পৃথিবীর যাবতীয় স্থিতি ও স্থাপকতা।
রবার্তো কার্লোসের বাঁক খাওয়া
গতিপথ বদলানো তীব্র ফ্রি কিক,
চন্দ্রকলা আর গুপ্তের পঞ্জিকা।
শুধু রাতে নয়- দিনেও অকারণে
হঠাৎই আমূল বদলে যাচ্ছে
প্রেমিকার মুখের অন্তরঙ্গ ভাষা,
দেহলতার বাঙ্ময় মুদ্রা আর
জেগে থাকা কথাময় স্বর্গীয় রাত।
এইসব অভাবিত টুকরো টুকরো
ক্ষয়ে যাওয়া দিন আর রাত
অনিবার্য বদলে যাচ্ছে- ভাঙছে
মানুষের অন্তর্গত বিশ্বাসের ডাল

শুধু একটুও বদলায়নি আজও
আমার আজন্ম প্রেয়সী এক
অভিমানী শুচিস্নিগ্ধ মৃন্ময়ী দেবী-
বাংলার ষড় ঋতুর সমূহ সম্ভার।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *