poem-boi

বই
কস্তুরী সেন

আমাদেরও হেঁটে চলা ঘাম
আমাদেরও রুক্ষ করতল
যাওয়া আসা নৈমিত্তিক আমাদেরও অধিকাংশ
‘কী পেয়েছি কী পেয়েছি বলো বলো আমি?’
ফুঁসে ওঠা – ‘আমাকে বিষয়মাত্র করে, আমাকেই ধ্বংস করে যাস’ বলা,
‘লোকে জানে? তোর যত বন্ধুলোক?’
বলে দিয়ে আমাদেরও শীতল দফতরে কোনও ‘আজকের লেখাটা কী ভাল’ বলা সলজ্জ নতুন…
রিকশায় নটেশাক বয়ে তুলে ফিরতে ফিরতে আমাদেরও চোখে পড়া হাসিটুকু
‘এই যে দ্যাহেন বড় ডাক্তার স্লিপ দেছে
ভাড়া খাটি, বউডা মরলে মরে
এত পয়সা পাবনে বা কই!’

ঐ থরথর আর ঐ যে নতুন
ঐ যে মরুক বলে প্রাণপণে চাকা টেনে যাওয়া
আমাদেরও দিন আনা দিন খাওয়া সত্য বলি ও থেকেই! বাকিটুকু,
শুনুন পাঠক
কিছু নয়, কিছুমাত্র নয় আর
আপনার হাতে ধরা
কখানি পাতার এই কবিতার বই

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *