জয়দীপ চক্রবর্তী
বল্কল পরেছি আমি। গায়ে দিয়েছি পাতার পোশাক
বাস্তবিক বনবাসী জীবন কাটাব, এই ভেবে ক্রমশই
সভ্যতার ছোঁয়াচ থেকে দূরে বানিয়ে নিচ্ছি নিভৃত কুটীর।
এইখানে মাঝেমধ্যে দু’ একটি হরিণ এসে চরে। ঘাস খায়।
বৃক্ষশাখে গান গায় নিরুদ্বেগ পক্ষীদম্পতি।
হিংসার শহর থেকে দূরে, আমি রোজ পাতার কুটীরে শিখে নিচ্ছি
প্রাণপণে এইসব পাখিদের গান, শিখে নিচ্ছি চন্দ্রভুক রাত্রির কবিতা।
মাঝেমধ্যে রাত্রি গাঢ় হলে বাঘ ডাকে, শুনতে পাই। যদিও তাদের ডাকে
ষড়যন্ত্র, গুপ্তহত্যা কিংবা বন্ধুত্বের ছলে বিশ্বাসহীনতা কদাপি শুনিনি। ভানহীন
ক্ষুধার মধ্যে সে নিজেও অকারণ হত্যা থেকে দূরে, নিজের প্রতিবেশ ছেড়ে
মানুষের পৃথিবীতে আগ্রাসন দেখায় না কখনও…
মানুষের শহর থেকে আমি এই প্রকৃত জঙ্গলে বেশ ভালো আছি। এইখানে মিলন-ঋতুতে
সকলে সকলের সঙ্গে প্রকৃত সম্মতিতে যৌনতায় মাতে। সভ্যতার বিপ্রতীপে
এই ঘোর অসভ্য জগতে ধর্ষণ নামক কোনো নিয়মিত উচ্চারিত সভ্যশব্দ তৈরি হয় না
মাটিতে, বাতাসে…
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন