poem-buddhi-vrangsha

বুদ্ধিভ্রংশ
অমিত চক্রবর্তী


বুদ্ধিভ্রংশ অথবা হাল ছেড়ে দেওয়া –
অথচ হাল ছেড়ে দেওয়াও এক ধরনের বুদ্ধিভ্রংশ
যাতে উদ্ধারের সম্ভাবনা কম
জেগে জেগে স্বপ্ন দেখা বা অভিসারে হাঁটার মতন
মোহ। ঘরের কাজে উৎসাহ নেই আর,
বেমানান মানচিত্র ।

আমি তাই একবার শেষ বাজি ধরি,
সারা সন্ধ্যে কাটাবো তোমার জানলার দিকে চেয়ে
আসুক ঝিরঝিরিয়ে বৃষ্টি, অথবা অন্ধকারে মশামাছি,
এও এক ধরনের বুদ্ধিভ্রংশ, হয়তো খানিকটা
ভুল সময় আঁকা,
এ বাড়িতে তুমি থাকো না এখন আর – শহুরে নতুন বউ,
কিন্তু এ হল আমার প্রতীক্ষার দাপট।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *